
অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিটের আয়োজন করা এই কর্মসূচীতে চবি শিক্ষার্থীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’; ‘আগ্রাসনের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘উত্তরে এই বৈষম্য, মানি না-মানবো না’; ‘দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘তোমার আমার ঠিকানা, তিস্তা-তিস্তা’; ‘তিস্তার পাড়ের কান্না, আর না-আর না’ ইত্যাদি স্লোগান দেন।
এই মশাল মিছিলে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রনেতাদের সাথে উপস্থিত ছিলেন চাকসুর নব নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব।
Reporter Name 




